একঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত আমরা কোনো রোডম্যাপ পাইনি। আর একঘণ্টার মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই তাহলে আমরা ‘মার্চ টু যমুনা’ ঘোষণা করব।