
ছবি: আপন দেশ
ক্লাস চলাকালীন সময় কালো বোরখা পরা নারী শিক্ষার্থীদেরকে ‘কালো কাক’র সঙ্গে তুলনা করে অপদস্থের ঘটনায় নিন্দা জানিয়েছে রাবি শাখা ছাত্রদল।
শনিবার (১০ মে) সন্ধ্যায় রাবি ছাত্রদলের আহবায়ক সদস্য (দাফতরিক দায়িত্বে) আতিক শাহরিয়ারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মন্তব্য কেবল নারীদের পোশাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয়, বরং এটি একজন শিক্ষকের কাছ থেকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও লজ্জাজনক আচরণ। একজন শিক্ষক, যিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সহনশীলতা ও মূল্যবোধ শেখানোর দায়িত্বে থাকেন। তার মুখে এমন বিদ্বেষপূর্ণ ও বৈষম্যমূলক বক্তব্য দুঃখজনক এবং শিক্ষাঙ্গনের মর্যাদাহানিকর।
আরওপড়ুন<<>>স্ক্যাবিস সচেতনতায় রাবিতে লিফলেট বিতরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায়।
শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী নিন্দা প্রকাশ করে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলামের ক্লাস চলাকালীন সময়ে কালো বোরখা পরা নারী শিক্ষার্থীদের 'কালো কাক' বলে অপমান ও অবমাননা করার ঘটনা ঘটে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।