
ভারত ছাড়তে চান বিদেশী ক্রিকাররা
ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা ও হামলার পর এবারের আইপিএল শুধু অনিশ্চয়তায় নয়, ভয় ও আতঙ্কের আবহে ঘেরা।
এ আতঙ্ক সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে টুর্নামেন্টে অংশ নেয়া বিদেশি ক্রিকেটার, কোচ, ম্যাচ অফিসিয়াল ও সম্প্রচারক দলের মধ্যে। অনেকে ভারতের বর্তমান পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন এবং দ্রুত ফিরে যেতে চান নিজ দেশে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিদেশি অংশগ্রহণকারীদের অনেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা এমন অস্থির পরিস্থিতিতে আর থাকতে চান না। খেলার মাঠে নয়, বরং নিরাপদ আশ্রয়ে ফেরাটা এখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বিশেষ করে (০৮ মে) ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে আচমকা ব্ল্যাকআউটের ঘটনা এ আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচের সময় হঠাৎ ফ্লাডলাইট নিভে যাওয়ার পর পুরো শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে।
পরে জানা যায়, এটি নিরাপত্তাজনিত কারণে ইচ্ছাকৃত ব্ল্যাকআউট, কারণ সেসময় জম্মু-কাশ্মীর অঞ্চলে চলছিল ড্রোন হামলা। দর্শকদের সরিয়ে নেওয়া হয় স্টেডিয়াম থেকে, খেলা বন্ধ ঘোষণা করা হয়।
এরপর থেকে বিদেশি খেলোয়াড়দের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের নিরাপত্তাহীনতা। তাদের মধ্যে অনেকে চাইছেন চুপিচুপি বেরিয়ে যেতে, কেউ আবার প্রকাশ্যে বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে দেশে ফেরার বিষয়ে আলোচনা শুরু করেছেন।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বললেও খেলোয়াড়দের মনে যে ভয় ঢুকে গেছে, তা অস্বীকার করার উপায় নেই। পরিস্থিতির আরও অবনতি হলে টুর্নামেন্ট থেকে অনেক বিদেশি ক্রিকেটার দল ছাড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন বাস্তবতায় (১১ মে) ধর্মশালায় নির্ধারিত মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি আগেভাগে সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে।
তবে সেটিও বিদেশিদের মন থেকে আতঙ্ক দূর করতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে আয়োজকরা।
শুধু ক্রিকেটার নয়, সম্প্রচার সংশ্লিষ্ট বহু বিদেশি টেকনিক্যাল স্টাফও ভারতে থাকা নিয়ে দ্বিতীয়বার ভাবছেন।
আপন দেশ/আরআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।