Apan Desh | আপন দেশ

ন্যাশনাল লাইফের চেয়ারম্যান মোরশেদ, ছেলে সাইফুল, ভাই জসিমের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:০৫, ৪ মে ২০২৫

আপডেট: ১৯:১৮, ৪ মে ২০২৫

ন্যাশনাল লাইফের চেয়ারম্যান মোরশেদ, ছেলে সাইফুল, ভাই জসিমের বিরুদ্ধে দুদকের মামলা

মোরশেদ আলম ও মো. জসিম উদ্দিন।

মোরশেদ আলম। তিনি বেঙ্গল কনসেপ্ট এণ্ড হোল্ডিংসের চেয়ারম্যান। তার ছেলে সাইফুল আলম। তিনি বেঙ্গল কনসেপ্ট এণ্ড হোল্ডিংসের এমডি। মোরশেদের ভাই মো. জসিম উদ্দিন। তিনি এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক গোলাম মাওলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন>>>ন্যাশনাল লাইফের সাড়ে চারশ’ কোটি টাকা মোরশেদের পেটে

এজাহারে বলা হয়, ন্যাশনাল লাইফের চেয়ারম্যান থাকাকালে মোরশেদ আলম নোয়াখালীতে এরিয়া অফিস স্থাপনের জন্য জমি কেনেন। এ সময় তিনি নিজের ছেলে ও ভাইয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড’-এর সঙ্গে গোপনভাবে লেনদেন করেন।

এ প্রতিষ্ঠান থেকে বাজারমূল্যের চেয়ে অনেক বেশি দামে জমি কেনা হয়। জমিটির প্রকৃত মূল্য ছিল ৩ কোটি ৭৮ লাখ টাকা। কিন্তু দেখানো হয় ৬ কোটি ৬৫ লাখ টাকা। যার ফলে ২ কোটি ৮৬ লাখ টাকার বেশি আত্মসাৎ করা হয়।

দুদকের জানিয়েছে, তারা স্বজনদের প্রতিষ্ঠানের স্বার্থ গোপন রেখে সরকারি দায়িত্বের অপব্যবহার করেছেন। ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ লুকিয়ে রেখে ব্যক্তিগত লাভ করেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়