
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। দেশে একটা দায়িত্বশীল সরকার প্রয়োজন, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে।
তিনি বলেন, বর্তমানে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু জনগণ কারও কাছে বলতে পারছেন না। কারণ দেশে জনগণের সরকার নেই।
আরওপড়ুন<<>>‘রাজনৈতিক দল নিষিদ্ধ করাই সমস্যার সমাধান নয়’
শনিবার (১০ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
পতিত শেখ হাসিনার সরকার নানা নেরেটিভ তৈরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল মন্তব্য করে বিএনপি এ নেতা বলেন, এখন সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছেন।
তিনি আরও বলেন, জবাবদিহিতার প্রসঙ্গ আসলেই সংস্কারের কথা বলা হচ্ছে। অন্যদিকে পতিত ফ্যাসিস্টদের অন্তর্বর্তী সরকার পুনর্বাসন করছেন কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।