
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার (০৬ মে) দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ১০ ঘণ্টার লম্বা সফরে কিছুটা অসুস্থ বোধ করায় কয়েকদিন বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।
এখন অনেকটা সুস্থবোধ করায় আজ রাতে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ভাইয়ের বাসায় যাবেন তিনি।
শনিবার (১০ মে) রাতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। শামীম ইস্কান্দারের বাসাও গুলশানে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রাতে বাসভবন থেকে ভাইয়ের বাসায় যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।