
ফাইল ছবি
৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপ আয়োজনের অনুমোদন দিয়েছে ফিফা। তবে এ নিয়ম প্রযোজ্য হবে ২০৩১ আসর থেকে। ২০২৭ সালের ব্রাজিল আসরে খেলবে ৩২ দল। ভার্চুয়াল সভায় এ প্রস্তাবে সায় দেয়ার আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
শুক্রবার (০৯ মে) ফিফা জানিয়েছে, ২০৩১ আসর থেকে ৩২ দলের জায়গায় অংশ নেবে ৪৮ দল।
ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে ২০২৭ সালে ব্রাজিলে আগের মতই বিশ্বকাপ হবে ৩২ দল নিয়ে।
১৯৯১ সালে প্রথম নারী ফুটবল বিশ্বকাপ হয়েছিল ১২ দেশ নিয়ে। এরপর ১৯৯৯ সালে তা বাড়িয়ে ১৬ করা হয়। এরপর ২০১৫ ও ১৯ আসরে ২৪ এবং সর্বশেষ ২০২৩ বিশ্বকাপ হয়েছে ৩২ দল নিয়ে।
নতুন ফরম্যাটের বিশ্বকাপে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪। টুর্নামেন্টের সময় এক সপ্তাহ বাড়বে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এ নিয়ে বলেছেন, এর মাধ্যমে ফিফার আরও সদস্য দেশ টুর্নামেন্ট থেকে উপকৃত হবে। একইসঙ্গে উন্নত হবে তাদের ফুটবল কাঠামো। বিশ্বজুড়ে নারী ফুটবলকে এগিয়ে নিতে এ সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।