Apan Desh | আপন দেশ

‘আইপিএল চলবে’ ঘোষণা দিলেও দুশ্চিন্তায় ভারত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ৯ মে ২০২৫

আপডেট: ১২:২১, ৯ মে ২০২৫

‘আইপিএল চলবে’ ঘোষণা দিলেও দুশ্চিন্তায় ভারত

আইপিএল

জম্মু-কাশ্মিরে পাকিস্তানের হামলার প্রেক্ষিতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বুধবার (০৮ মে) আইপিএলে পাঞ্জাব ও দিল্লির ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। যদিও আইপিএল কর্তৃপক্ষ এটাকে, ‘কারিগরি ত্রুটি’ আখ্যা দিয়েছে। 

আইপিএলের ম্যাচ পরিত্যক্তের পর টুর্নামেন্টের বাকি অংশ নিয়ে দুশ্চিন্তা বেড়ে চলেছে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, আইপিএল যথা নিয়মে চলবে।

তবে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে তারা ভারত সরকারের পরামর্শের অপেক্ষা করছে বলে জানিয়েছেন। 

পাঞ্জাব ও দিল্লির ম্যাচ পরিত্যক্তের পর ধুমাল ভারতের সংবাদ মাধ্যম পিটিআই’কে বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উত্তেজনা যদিও বেড়ে চলেছে।

আমরা সরকারের থেকে এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা পাইনি। সব দিক এবং সব ধরনের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (০৯ মে) লক্ষ্নৌ ও বেঙ্গালুরুর ম্যাচ নিয়ে ধুমাল বলেন, ‘হ্যা, এখন পর্যন্ত সূচি অনুযায়ী টুর্নামেন্ট চলবে।

তবে পরিস্থিতির যেহেতু কোন উন্নতি পরিলক্ষিত হচ্ছে না, আমাদের আইপিএলের সর্বোচ্চ স্বার্থের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

ধর্মশালায় ম্যাচ স্থগিতের পর দিল্লি ও পাঞ্জাবের ক্রিকেটার ও স্টাফদের দিল্লি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

চান্ডিগড় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তাদের বিশেষ ট্রেনে পাঠানকোট থেকে দিল্লি আনা হবে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

তবে পাঠানকোর্ট আবার ধর্মশালা থেকে ৮৫ কিলোমিটার দূরে। সেখানে সড়কযোগে নেওয়া হবে ক্রিকেটার এবং স্টাফদের।

আপন দেশ/আরআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়