
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১০ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সেখানে কিভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে তিন সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দিবে। এছাড়া তার বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠানো হয়েছে কিনা তা জানা নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।