
ছবি-সংগৃহীত
পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটকসহ ২৬ জন নিহতের ঘটনায় ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শুরু হয়। দুই দেশ একে অপরকে দোষারোপ করে ভঙ্গ করে বিভিন্ন চুক্তি।
জম্মু-কাশ্মীরে এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (০৭ মে) মধ্যরাত পাকিস্তান সীমান্তে সামরিক ঘাঁটি ধ্বংসের পদক্ষেপ নেয় ভারত সেনাবাহিনী।
‘অপারেশেন সিঁদুর’ নামের মিশনে পাকিস্তানের ৯ টি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের আইএসপিআরের মতে ২৬ জন নিহত হয়েছেন। যুদ্ধ পরিস্থিতির আবহে পাকিস্তানের বিরুদ্ধে এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন বলিউড তারকারা।
পরেশ রাওয়াল, রিতেশ দেশমুখ, নিমরত কৌর, সুনীল শেঠি, অনুপম খের সহ আরও কিছু তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
অপারেশন সিঁদুর-এর হ্যাশট্যাগ ব্যবহার করে রিতেশ লেখেন, ‘হিন্দ সেনাদের জয়, ভারত মায়ের জয়।’ পরিচালক মধুর ভাণ্ডারকর লেখেন, আমাদের বাহিনীর জন্য প্রার্থনা করছি। এক জাতি, আমরা সবাই তোমার পক্ষে। জয় হিন্দ, বন্দে মাতারাম।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘ভারত মাতার জয় অপারেশন সিঁদুর।’
নিমরত কৌর লিখেছেন, আমরা সেনাবাহিনীর পাশে আছি। এক দেশ, এক মিশন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন প্রকাশ করেছেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। তিনি কোনো মন্তব্য প্রকাশ করেননি।
ভারতীয় গণমাধ্যমে পাওয়া সূত্রমতে, পেহেলগাম হামলার প্রতিবাদে এটি কেবল ভারতের প্রথম পদক্ষেপ। পরবর্তীতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।
আপন দেশ/আরআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।