Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ৩ মে ২০২৫

মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ ৪ শ্রমিক দগ্ধ হয়েছে।

শনিবার (০৩ মে) সকালে রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্তারি জয়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ দেশটির সংবাদমাধ্যম সিনার হারিয়ান এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

দগ্ধদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক। তাদের সবার বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে। তবে দগ্ধদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আরওপড়ুন<<>>আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাংলা বর্ষবরণ উৎসব

দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষের সহকারী পরিচালক (অপারেশনস) আহমদ মুখলিস মুখতার জানান, পানি গরম করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ হন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়