Apan Desh | আপন দেশ

সার্বভৌমত্ব বিকিয়ে কিছু করতে দেবো না: মির্জা ফখরুল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২২:২১, ১০ মে ২০২৫

আপডেট: ২৩:২৩, ১০ মে ২০২৫

সার্বভৌমত্ব বিকিয়ে কিছু করতে দেবো না: মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

বাংলাদেশের প্রশ্নে বিএনপি আপোষহীন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করে কিছু করতে দেবো না। এসব কথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।

তিনি বলেন, তরুণদের সজাগ থেকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল।

দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন, দেশ স্বাধীনের পর থেকে জনগণকে নির্যাতন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ।

আরওপড়ুন<<>>‘শেখ মুজিবের করা কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব’

এ সময় জাতীয় ঐক্যের ডাক দেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশে প্রথম সংস্কার করেছেন জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনীতির আজকে যে ভিত্তি গার্মেন্টস সেক্টর সেটাও জিয়াউর রহমানের অবদান। কেয়ারটেকার ব্যবস্থা এনেছেন খালেদা জিয়া। আজকে সবাই সবকিছু ভুলে যায়, বিদেশ থেকে এসে বড়বড় কথা বললে, মানুষ ভুলে যাবে তাই না।

তিনি আরও বলেন, আমাদের তরুণরা ব্যবসা চায়, চাকরি চায়। তরুণ সমাজ শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি চায়। একটা গণতান্ত্রিক দেশ চায়, যে যার কথা বলবে। আমরা সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আজকে তারুণ্যের সমাবেশের একটা উদ্দেশ্য, তরুণরা আবার জেগে উঠো সব চক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম নিহত হওয়া ওয়াসিমের নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ওয়াসিমের রক্তের বিনিময়ে আমাদের নতুন স্বাধীনতা। তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়