Apan Desh | আপন দেশ

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাংলা বর্ষবরণ উৎসব

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:০৯, ৩০ এপ্রিল ২০২৫

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাংলা বর্ষবরণ উৎসব

ছবি: সংগৃহীত

সুদূর প্রবাস জীবনেও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে সংযুক্ত আরব আমিরাতে বাংলা বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই'র উদ্যোগে শারজার স্থানীয় এক রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পান্তা-ইলিশসহ নানা ঐতিহ্যবাহী মুখরোচক খাবার এবং পিঠাপুলির আয়োজন ছিল অনুষ্ঠানে। এতে নানা বয়সী দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। রং ছড়ানো সাজে এসেছে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব মিলে। নারীদের পরনে ছিল সাদা ও লালের মধ্যে নকশা করা শাড়ি। মাথায় ছিল ফুলের টায়রা। উজ্জ্বল পোশাকে ছিল শিশুরা। অনুষ্ঠানে এসে মনে হয়েছে, এ যেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ।

আরওপড়ুন<<>>আমিরাতে লটারিতে ৯ কোটি টাকা জিতল দুই বাংলাদেশি

দিনব্যাপী অনুষ্ঠানে ছোট ছেলে-মেয়েদের খেলাধুলা, গান, নাচ, কবিতা আবৃত্তি, নববর্ষের সাজ প্রতিযোগিতা। এছাড়া প্রবাসের মহীয়সী নারীরা বৈশাখের গান ও নৃত্যে মেতে ওঠেন। নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মনোমুগ্ধকর দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।

অনুষ্ঠানের ক্লাবের প্রতিষ্ঠাতা লিজার সভাপতিত্বে লাবন্য আদিলের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, ক্লাবের উপদেষ্টা শরিফা সৈনিক, জেসমিন মাহাবুব, রোমানা আক্তার, ইয়াসমিন ইসলাম মেরুনা, নুসরাত সামী, ফাতিমা আহাদ, সাদিয়া আবছার,  নিশাত জাহান নিশু, তানিয়া,আহমেদ, শারমিন রাখী, রোমানা বর্নী,  ইষিকা মাযাহার, সাবরিনা তন্বী, ফাহমিদা সুলতানা, নাজমুন বুবলী, তাকিয়া সুলতানা প্রমুখ।

আয়োজকরা প্রবাসের মাটিতে বৈশাখি উৎসব উদযাপন করতে পেরে আনন্দিত। তারা বলেন, পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধু উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ সংস্কৃতির সঙ্গে পরবর্তী প্রজন্মকে পরিচিত করাও এর উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়