
ছবি: আপন দেশ
বাংলা কবিতার অন্যতম শক্তিশালী কণ্ঠ হেলাল হাফিজকে নিয়ে প্রকাশিত সাহিত্যপত্রিকা সারেঙ-এর বিশেষ সংখ্যার পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের আয়োজনে আয়োজিত কবিতা পাঠের আসরে এ পাঠ উন্মোচন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শাহীন চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন কবি রফিক হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, হেলাল হাফিজ বাংলা সাহিত্যের অনন্য কবি। তিনি সংসার না করলেও মাটি ও মানুষের সঙ্গে ছিল তার আত্মিক সম্পর্ক। এ মহান কবিকে নিয়ে সারেঙ-এর বিশেষ সংখ্যা প্রকাশ নিঃসন্দেহে একটি সাহসী ও গঠনমূলক কাজ। সারেঙ-এর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
পাঠ উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি শাহীন রেজা, কবি সাজ্জাদ কাদির, কবি সৈয়দ রনোসহ অনেকে। কবির সাহিত্যকর্ম, প্রভাব ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আয়োজিত এ আয়োজনে শ্রদ্ধা ও আবেগমাখা আলোচনা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।