
ছবি: আপন দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ সময়ে এক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ১৫তম স্থান অর্জনকারী খুলনার মো. আজহারুল ইসলাম আর্থিক সংকটে পড়েন। বিষয়টি জানার পর শাহরিয়ার হোসেন ব্যক্তিগত উদ্যোগে আজহারুলের ভর্তির সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন। ক্যাম্পাসজুড়ে এ মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
সোমবার (০৫ মে) ভর্তি কার্যক্রম শেষে আজহারুল ইসলাম বলেন, ভাইয়ের প্রতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি অনেক ধন্যতা ও কৃতজ্ঞতা। পরবর্তীতে কোনো প্রয়োজন হলে অবশ্যই ভাইদের জানাব।
আরওপড়ুন<<>>রাবিতে র্যাগিং: অশ্লীল অঙ্গভঙ্গি- কুরুচিপূর্ণ কবিতা পড়তে জোরাজুরি
ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন বলেন, আমি খেয়াল করলাম আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাওয়া এক ছোট ভাই আর্থিক সমস্যায় আছে। তখন আজহারুলের সঙ্গে যোগাযোগ করি। একজন শিক্ষার্থীর পড়াশোনার প্রয়োজনে যদি সামান্য সাহায্য করতে পারি, সেটিই আমার আনন্দের বিষয়। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে, আগামীতেও থাকবে।
জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ইতিবাচক কাজ ছাত্রদলের নেতাকর্মীরা সবসময়ই করে থাকে। একজন অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সত্যিই গর্বের বিষয়।
দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আমির হোসেন বলেন, ১৫তম মেধাস্থানে থাকা একজন দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে শাহরিয়ার ভাই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ছাত্রদল কর্মী আবু বকর খান বলেন, আমার জেলার ছেলেটার কথা ছাত্রদলের গ্রুপে বলা মাত্রই শাহরিয়ার ভাই সঙ্গে সঙ্গে সাড়া দেন। উনার মতো ছাত্রনেতারা যদি নেতৃত্বে আসেন, তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিপদে দিশেহারা হবে না।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।