
ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে যুক্তরাজ্যে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীদের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
শনিবার (০৩ মে) বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে এ মানববন্ধন করা হয়।
আরওপড়ুন<<>>আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাংলা বর্ষবরণ উৎসব
এতে যুক্তরাজ্যে কর্মরত বিপুলসংখ্যক বাংলা গণমাধ্যমকর্মী ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্বে করেন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মূসা হাসান।
সাংবাদিক জুয়েল রাজের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মানবাধিকারকর্মী কাউন্সিলার পুস্পিতা, আব্দুল আহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আহাদ চৌধুরী বাবু, শাহ বেলাল, জামাল খান, এ রহমান ওলী, জুবায়ের আহমদ, সুয়েজ মিয়া, সৈয়দ এনাম, অভিষেক শেখর জিকু, নুরুন্নবী আলী, সোহাগ যাদু, নিশিথ সরকার মিটু ও মুন্না মিয়া প্রমুখ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।