
ফাইল ছবি
হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ভারত ও পাকিস্তানের আকাশ-জমিন। সামরিক সংঘাত থামিয়ে দিয়েছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য বন্ধ, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। যুদ্ধের প্রভাবে আটকে যেতে পারে বাংলাদেশের পাকিস্তান সফরও।
এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১০ মে) মিরপুরে বিসিবির কার্যালয়ে সভার মূল এজেন্ডা আসন্ন পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পর বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা ২১ মে। লাহোর ও ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা লাল সবুজ দলের।
কিন্তু জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটকের নিহত হওয়ার জেরে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এ সংঘাতময় পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল।
নিশ্চিতভাবেই পিএসএল পেছানোর প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে। পাঁচ ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২১ মে পাকিস্তানে পা রাখার কথা ছিল টাইগারদের, আপাতত তা আর সম্ভব নয়। এর আগেই অবশ্য আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। এরপর সূচি অনুযায়ী পাকিস্তান সিরিজ শুরুর কথা থাকলেও, এ লড়াই পেছানোর আভাস দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নিরাপত্তা ইস্যুতে দুই দেশের ক্রিকেট বোর্ডই যোগাযোগ অব্যাহত রেখেছে।
সিরিজ পেছালেও বাতিলের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। পিসিবির এ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, সিরিজের এখনও প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। এখনও এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।