Apan Desh | আপন দেশ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি, কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১২, ১০ মে ২০২৫

আপডেট: ১৬:১৬, ১০ মে ২০২৫

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি, কৃষকের মৃত্যু

ছবি: আপন দেশ

টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন অচল হয়ে পড়েছে। তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। জেলায় মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে তীব্র তাপদাহে হিটস্ট্রোকে আতিয়ার রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) বিকাল ৩টায় মৌসুমের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগেহ শুক্রবার (০৯ মে) তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ দুপুরে সদরের আলোকদিয়া বাজারে আতিয়ার অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতিয়ার রহমান আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দুপুরে বাজারে একটি দোকানের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কৃষক আতিয়ার রহমান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মোহাম্মদ রবিন বলেন, অতিরিক্ত গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সে কারণে তার মৃত্যু হতে পারে।

আরওপড়ুন<<>>‘শেখ মুজিবের করা কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব’

এদিকে, তীব্র এ গরমে হাফিয়ে উঠেছে প্রাণিকূল। এছাড়া গরম বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। একটু কাজ করেই হাফিয়ে উঠছে। ছায়া শীতল জায়গা পেলেই বিশ্রাম নিতে দেখা গিয়েছে। এছাড়া সড়কের বিটুমিন তীব্র তাপে গলে যেতে দেখা গেছে।

তবে বাতাসে আদ্রতা কম থাকায় মানুষ ঘামছে কম। রোববার (১১ মে) থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর ১৩ মের পর বৃষ্টির সম্ভববা রয়েছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

সরেজমিনে জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, তীব্র দাবদাহে অতিষ্ঠ জেলার মানুষ। রোদের তেজ আর গরমে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গরম থেকে একটু প্রশান্তির খোঁজে কেউ কেউ গাছের ছায়ায় আশ্রয় খুঁজে ফিরছেন পথচারী মানুষ। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। অনেক পথচারী ছাতা মাথায় দিয়ে চলাচল করছেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী কয়েক দিন এ জেলার তাপমাত্রা আরও বাড়তে পারে। ১৪ মের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর তাপমাত্রা কমতে পারে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়