
ছবি: আপন দেশ
দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
শনিবার (১০ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
দলের স্থায়ী কমিটির এ বৈঠক আজ রাত সাড়ে ১০টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আরওপড়ুন<<>>‘নির্বাচনের তারিখ নিয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার’
শায়রুল কবির খান আরও বলেন, বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করতে এ বৈঠক ডাকা হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।