Apan Desh | আপন দেশ

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে দুই সহদোর নিখোঁজ

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ২১:৫৫, ১০ মে ২০২৫

আপডেট: ২১:৫৮, ১০ মে ২০২৫

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে দুই সহদোর নিখোঁজ

ছবি: আপন দেশ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপজেলায় ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ইমরান হো‌সেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২) না‌মে আপন দুই ভাই নিখোঁজ হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১০ মে) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নিখোঁজ সহদোর উপজেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের ছে‌লে।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই ইউনিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের সদস‌্য লোকমান হা‌কিম।

আরওপড়ুন<<>>চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি, কৃষকের মৃত্যু

স্থানীয় বা‌সিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান, ৬ বছর আগে ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মা ইস‌মোতারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তে থা‌কে। শ‌নিবার বিকেল তিনটার দি‌কে তা‌দের সহপা‌ঠি রা‌ফি ইসলামসহ (১৩) ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি তী‌রে উঠ‌তে পার‌লেও দুই ভাই নদী‌তে তলিয়ে যায়। প‌রে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তা‌দের খোঁজ মেলে‌নি।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ব‌লেন, নিখোঁজ শিশুদের সন্ধানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। আমরাও ঘটনাস্থলে গিয়েছিলাম।

আপন দেশ/এমএইচ

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়