Apan Desh | আপন দেশ

‘শেখ মুজিবের করা কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব’

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৮, ৯ মে ২০২৫

আপডেট: ২২:৪২, ৯ মে ২০২৫

‘শেখ মুজিবের করা কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব’

ছবি: আপন দেশ

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ মুজিবুর রহমানের করা কালো আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব।

তিনি বলেন, বাকশাল কায়েম করে শেখ মুজিব ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন। সেই আইনের ১৯ ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে দাবি করেন অ্যার্টনি জেনারেল।

শুক্রবার (০৯ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মো. আসাদুজ্জামান।

আরওপড়ুন<<>>‘গডফাদার’ টিটু গ্রেফতার, উঠে আসছে কালো অধ্যায়

অ্যাটর্নি জেনারেল বলেন, জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে ২ হাজার মানুষ খুন হয়েছে। ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছে। এর পিছনে একমাত্র আওয়ামী লীগের অবদান রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি আবু সাঈদ , সাধারণ সম্পাদক আব্দুর সবুর খান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়