Apan Desh | আপন দেশ

দেড় দশক পর দেশে ফিরলেন বিএনপি নেতা হানিফ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ১০ মে ২০২৫

আপডেট: ২০:৫৫, ১০ মে ২০২৫

দেড় দশক পর দেশে ফিরলেন বিএনপি নেতা হানিফ 

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর প্রবাসে কাটিয়ে দেশে ফিরেছেন হানিফ পরিবহনের চেয়ারম্যান আলহাজ মো. হানিফ। শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মিথ্যা মামলার অন্যতম ফাঁসির আসামি ছিলেন তিনি।  

শনিবার (১০ মে) দুপুর ১২টায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মো. হানিফ।

গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এ মামলা থেকে খালাস পান তিনি।

আরওপড়ুন<<>>‘নির্বাচনের তারিখ নিয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার’

এদিকে, মো. হানিফের স্বদেশ প্রত্যাবর্তনে আজ দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফুলের মালা হাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান।

বিকেল সোয়া ৪টার দিকে তিনি ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ১ নম্বর টার্মিনালের ভেতর দিয়ে ছাদখোলা জীপে চড়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মো. হানিফ। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। 

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, হানিফের বড় ভাই সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও পরিবহন ব্যবসায়ী আলহাজ কফিল উদ্দিন, হানিফের ছেলে পরিবহন ব্যবসায়ী আরাত, ভাতিজা অভি, ভাগ্নে আকাশ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, জাকারিয়া মাহমুদ (যুক্তরাষ্ট্র) অ্যাড. পারভেজ (যুক্তরাজ্য) প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়