Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা রাবি ছাত্রদল নেতার, স্ক্রিনশট ভাইরাল

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ৫ মে ২০২৫

শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা রাবি ছাত্রদল নেতার, স্ক্রিনশট ভাইরাল

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনার একটি কথোপকথনের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। স্ক্রিনশটটিতে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথোপকথন করতে দেখা গেছে। সেখানে একজন বলেছেন, ‘ক্যাম্পাসের বাইরে, ভেতরে না মামা, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পিটাতে হবে’। যা নিয়ে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (০৫ মে) সকালে ছাত্রদলের হোয়াটসঅ্যাপ গ্রুপের এ স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যায়। সেখানে গ্রুপের নাম দেয়া আছে রাবি ছাত্রদল। অনেকে এ ঘটনাকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন।

স্ক্রিনসটে কথোপকথন করতে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মো. তুষার শেখ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, কর্মী হাসিবুল ইসলাম হাসিবকে।

সেখানে হাসিবুল ইসলামকে বলতে দেখা গেছে, আগামীকাল ক্যাম্পাসে আসেন এ বট বাহিনীর ছেলেগুলাকে চিহ্নিত করে দিন। এক সালাকেও ছাড় হবেনা। ক্যাম্পাসের বাইরে বের হবেনা? সবগুলারে একটা একটা করে ধরে ছিড়ে ফেলে দিবো

আহসান হাবিবকে বলতে দেখা গেছে, যাচাই-বাছাই ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা পোস্ট এপ্রুভ করায় এদের বিরুদ্ধেও মামলা করা যাবে।

তুষার শেখকে বলতে দেখা গেছে, আগামীকাল ক্যাম্পাসে আসেন এ বটবাহিনীর ছেলেগুলাকে চিহ্নিত করে দিন। এক সালাকেও ছাড় হবেনা। ক্যাম্পাসের বাইরে ভেতরে না মামা এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পিটাতে হবে। আহসান হাবিব আবার বলেন, কিন্তু বাদী হবে কে? এদের বিরুদ্ধে মামলা করা মানে শিবিরের বিরুদ্ধে মামলা করা।

আরওপড়ুন<<>>রাকসু বাস্তবায়নে চার দফা দাবি শিক্ষার্থীদের 

অন্য আরেকটি স্ক্রিনশটে দেখা গেছে সেখানে অধিকাংশ মেসেজগুলো মুছে ফেলা হয়েছে। তবে একটি মেসেজ দেখা যায়। সেখানে তুষার শেখ লিখেছেন, গায়ে হাত দেয়া অন্যায় ঠিক। কিন্তু এদেরকে পিটানো ছাড়া কোনোভাবেই সোজা করা সম্ভব নয়। এদেরকে পিটোনি দিলে সব ঠিক।

এ বিষয়ে জানতে ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মো. তুষার শেখকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

রাবি ছাত্রদলের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল বিষয়টি স্বীকার করে ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবীব বলেন, আমি শুধু আমার মতামত দিয়েছি। গ্রুপে এমন অনেক ছেলেরা আছে যারা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগঠনের বক্তব্য নিয়ে ফেইক আইডি দিয়ে বিভিন্ন পোস্ট গ্রুপে এপ্রুভ করা হয় যেগুলো মানহানিকর। গ্রুপে তার এক ছোট ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি মামলা করার বিষয়ে বলি।

ফাঁস হওয়া স্ক্রিনশট এডিট করা উল্লেখ করে ছাত্রদল কর্মী হাসিবুল হাসান বলেন, ‘রাবি ছাত্রদল’ নামের গ্রুপটি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত কারোর না। মেসেজগুলো ইডিট করা। সাধারণ শিক্ষার্থীরা আমাদেরই ভাই-বোন। আমরা শিক্ষার্থীদের হুমকি দিয়ে কোনো কথা বলেনি। এখানে স্পষ্টভাবে বটবাহিনীর কথা উল্লেখ করা আছে। বটবাহিনী বলতে কাদের বুঝানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, যারা ক্যাম্পাসে উল্টা-পাল্টা গুজব ছড়ায় তাদের বোঝানো হয়েছে।

এ বিষয়ে রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবার গ্রুপে আমি একটা স্কিনশর্ট দেখলাম। আমি কয়েকজনকে এ বিষয়ে জিজ্ঞেসা করেছি, তারা অস্বীকার করেছে। এছাড়া যাদের নামে এ তথ্য পাওয়া গেছে তারা কেউ ছাত্রদলের দলীয় লোক নয়। এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া আছে। 

তিনি আরও বলেন, এটা যদি কেউ করে থাকে তবে সেটি তাদের ব্যক্তিগত আলোচনা। এটা সংগঠনের আলোচনা না। এমনটি যদি কেউ করে থাকে তাহলে সে নেতাকর্মী বা সমর্থক যেই হোক তার সংগঠনে থাকার কোনো সুযোগ নাই। সরাসরি বহিষ্কার কর হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়