Apan Desh | আপন দেশ

রাবি শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স’

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:২২, ১০ মে ২০২৫

রাবি শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স’

ছবি : আপন দেশ

জুলাই আন্দোলনের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা গড়ে তুলেছেন একটি নতুন উন্মুক্ত প্ল্যাটফর্ম— 'রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যালায়েন্স'। শিক্ষা, নিরাপত্তা ও অধিকার আদায়ের লক্ষ্যে এ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশে ক্যাম্পাসে নতুনভাবে প্রত্যাশা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

প্লাটফর্মটির কনভেনার জানান, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যেসব দাবি ও আকাঙ্ক্ষা নিয়ে আমরা সম্মিলিত সংগ্রাম করেছি তার অনেকাংশই এখনো ধরা ছোঁয়ার বাইরে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিবেশ পুরোপুরি শিক্ষার্থীবান্ধব হয়নি। বিশেষত রাবি শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্লাটফর্ম রাকসু নিয়ে চলছে নানান টালবাহানা। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হুমকি ও দখলদারিত্বের ছাত্র রাজনীতির সম্ভাবনা নিয়মিত আতংকের কারণ হচ্ছে। 

তারা আরো বলেন, আমরা যে রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন নিয়ে রাজপথে লড়াই করেছি, তা হুট করে বাস্তবায়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুপরিকল্পিত দীর্ঘমেয়াদি উদ্যোগ, যা ক্যাম্পাসে শিক্ষা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে পারে। সে লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে উন্মুক্ত প্ল্যাটফর্ম ‘আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স’। এ প্ল্যাটফর্মটি সকল দল ও মতের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা এর লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে একমত হয়ে এতে যুক্ত হতে পারবেন এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচিতে সক্রিয় অংশ নিতে পারবেন।

‘আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স’-এর লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হলো: বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রতিশ্রুত সময়ের মধ্যে রাকসু বাস্তবায়নে কাজ করা; শিক্ষার্থীদের খাদ্য, আবাসন, চিকিৎসা ও একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে ভূমিকা রাখা; নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সেবা ও পরিচ্ছন্ন আবাসন নিশ্চিত করা; অতিরিক্ত ও অন্যায্য ফি বাতিল করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করা; হুমকি ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে জনমত গঠন ও প্রতিরোধ গড়ে তোলা; এবং শিক্ষা-গবেষণার অগ্রগতি ও রাষ্ট্রীয় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে অংশগ্রহণমূলক সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়