Apan Desh | আপন দেশ

দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ৫ মে ২০২৫

আপডেট: ২২:৩২, ৫ মে ২০২৫

দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

ফাইল ছবি।

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। পরপর দুই দফা দাম কমানোর সোনার দাম ভরিতে বেড়েছে দুই হাজার ৩০৯ টাকা। দাম বাড়ার পর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা।

সোমবার (০৫ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (০৬ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ ধাতুর নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরওপড়ুন<<>>এপ্রিলে এলো ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম এক লাখ ১৫ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, গত ২৩ এপ্রিল ও শনিবার (০৩ মে) সোনার দাম কমানোর ঘোষণা আসে। দেশের বাজারে এ নিয়ে চলতি বছর ধাতুটির দাম ২৮বার সমন্বয় করা হলো। যেখানে দাম বাড়ানো হয়েছে ২০বার, আর কমেছে ৮ বার।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়