
ফাইল ছবি
কয়েক ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেসঙ্গে বজ্রপাতও হতে পারে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন>>>>সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
এতে বলা হয়েছে, দুপুর আড়াইটা থেকে পরবর্তী চার ঘণ্টার মধ্যে যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টি, বজ্রবৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতর তাদের বার্তায় বলেছে, মেঘ ডাকলে অবশ্যই ঘরের মধ্যে থাকতে হবে। এ সময় দরজা ও জানালা বন্ধ রাখতে হবে। গাছের নিচে থাকা যাবে না। এ সময় বৈদ্যুতিক সরঞ্জামের কাছে থেকে দূরে থাকতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।