
তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী বন্নি হাসান
২০১৭ সালে বিজ্ঞাপনের মডেল হয়ে বিনোদনজগতে পা রাখেন বন্নি হাসান। গত ঈদুল ফিতরের আগে ওয়ালটনের মিলিয়নিয়ার অফারের বিজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে মডেল হিসেবে কাজ করেন তিনি। দেড় মাস পেড়িয়ে গেলেও বেশ প্রশংসা কুড়াচ্ছেন। তরুণ প্রজন্মের এ মডেল ও অভিনেত্রী।
বিজ্ঞাপনটিতে তার ঝলমলে উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আজমান রুশো। বিজ্ঞাপনটিতে কাজ করা এবং পরবর্তীকালে প্রচারের পর সাড়া পাওয়া প্রসঙ্গে বন্নি হাসান বলেন, আমি ভাবতেও পারিনি এত সাড়া পাব। মিম আপুকে আমার ভীষণ ভালো লাগে। তার অনেক নাটক-সিনেমা বিভিন্ন সময়ে দেখা হয়েছে। তার সঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা আমার জন্য ছিল বেশ উচ্ছ্বাসের বিষয়।
নির্মাতা আজমান রুশো ভাইকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি সুযোগ দেয়ার জন্য। আমি চেষ্টা করেছি নিজেকে ঠিকঠাকমতো উপস্থাপন করতে। যে কারণে বেশ ভালো সাড়াও পাচ্ছি।
এদিকে অন্যতম আলোচিত একটি খণ্ড নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’। এ নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন কুষ্টিয়ার মেয়ে বন্নি হাসান। এতে তিনি তার নিজের কণ্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন। ‘তিলোত্তমা’খ্যাত সেই বন্নি শুধু যে অভিনয়ই করে যেতে চান, এমনটি নয়। বন্নি গানে এবং অভিনয়ে সমানতালে এগিয়ে যেতে চান।
ছোটবেলায় বন্নি গান শিখেছেন তৃপ্তি মহন মল্লিকের কাছে তিন বছর, এরপর আরও দুই বছর গান শিখেছেন রোজ বাবুর কাছে। মেহেরপুরে নাচেরও তালিম নিয়েছেন। ছোটবেলায় গল্পের বই পড়তে ভালো লাগত। গল্পের বই পড়ে পড়ে তার অনুভবটা এমন হতো যে, তা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেখান থেকেই একটা সময় তার শখ হলো অভিনয় করার।
এসএসসি পরীক্ষার আগেই বন্নি অভিনয় করেন প্রথম এম শুভর পরিচালনায় ‘লাভ লিংক’ নাটকে। এ নাটকে অভিনয়ের পর বন্নি বেশ কিছুদিন পড়াশোনার জন্য অভিনয়ে বিরতি নিয়েছিলেন। এরপর বন্নি ‘দমে দমে’সহ আরও কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন। অভিনয়ে ফেরেন তিনি মাহমুদ মাহিনের ‘লাকি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর মাইদুল রাকিবের ‘আম্মাজান’ নাটকে অভিনয় করেন।
সর্বশেষ ‘তিলোত্তমা’ নাটকে জয়ী চরিত্রে অভিনয় করেই আলোচনায় আসেন। বন্নি আদনান আল রাজীব পরিচালিত ‘ইউটিউমার’ ওয়েব ফিল্মে প্লেব্যাক করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।