
তারেক রহমান
জনগণ সরকারের কর্মপরিকল্পনা জানতে পারলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না। এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১০ মে) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
বিএনপি বর্তমান সরকারকে সফল দেখতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের কাছে এ সরকারের সম্পর্কে যাতে স্বচ্ছ ধারণা থাকে। তাহলে তাদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি হবে না। সেজন্য বিএনপি তাদের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে।
আরওপড়ুন<<>>‘আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্ত চলছে’
ফ্যাসিবাদীরা যেন আর মাথাচাড়া না দিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সরকার ও রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, লুটপাটকারী এবং সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ।
মানবিক সমাজ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা আমাদের মৌলিক দায়িত্ব মন্তব্য করে তারেক রহমান আরও বলেন, সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠন করতে হবে। যারা গণতান্ত্রিক, রাজনৈতিক চরিত্র হারিয়েছে তারা অপশক্তি হিসাবে চিহ্নিত। বাংলাদেশকে কেউ যেন তাবেদারি রাষ্ট্র পরিণত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানান তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।