Apan Desh | আপন দেশ

জেমিনিতে যুক্ত হলো ছবি এডিটের সুবিধা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ৭ মে ২০২৫

জেমিনিতে যুক্ত হলো ছবি এডিটের সুবিধা

এ ফিচারের মাধ্যমে কুকুরের মাথায় মজার টুপি বসানো যাবে। ছবি: গুগল

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা, এমনকি কুকুর বা পোষা প্রাণীর মাথায় মজার টুপি বসানো যাবে।

নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা চ্যাটের মাধ্যমে যেকোনো ছবি এডিট করতে পারবেন, একসঙ্গে আপলোড করতে পারবেন ১০টি ছবি বা অন্যান্য ফাইল। সবচেয়ে সুবিধার বিষয় হলো—একই ছবি একাধিকবার এডিট করা যাবে ও প্রতিটি পরিবর্তনের পর আগেরটা থেকে যাবে অক্ষত।

জেমিনির এ নতুন ইমেজ এডিটরের মাধ্যমে ছবির ওপর টেক্সটও বসানো যাবে।

গুগল জানিয়েছে, এডিটরের ভেতরে রয়েছে একাধিক প্রযুক্তির সমন্বয়। এর ফলে ছবিতে এলোমেলো কোলাজ দেখা যাবে না। বরং আলো, রং সবকিছুই বাস্তবসম্মত থাকবে।

এডিটরের পাশাপাশি বড় আপডেট এসেছে ফাইল আপলোডে। এখন থেকে একসঙ্গে ১০টি ছবি, পিডিএফ কিংবা অন্যান্য ফাইল আপলোড করে জেমিনিকে সেগুলো বিশ্লেষণের কাজ দেয়া যাবে। শিক্ষকেরা চাইলে তৈরি করতে পারবেন চিত্রসহ স্টোরি বোর্ড, ডিজাইনারেরা বানাতে পারবেন পণ্যের ছবির পোর্টফোলিও, আর স্থপতিরা মিটিং চলাকালেই কাঙ্ক্ষিত ডিজাইনের পরিবর্তন দেখতে পারবেন।

তবে এ সুবিধা যেন ভুলভাবে কেউ ব্যবহার না করতে পারে, সে জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি এডিট করা ছবির গায়ে থাকবে দুই স্তরের ওয়াটারমার্ক বা জলছাপ—এর মধ্যে একটি দৃশ্যমান, অন্যটি গুগলের ‘সিংথআইডি’ প্রযুক্তিতে তৈরি, যা শুধু সফটওয়্যার দিয়ে ধরা যাবে। পাশাপাশি অনৈতিক অনুরোধ আটকানোর ফিল্টারও যুক্ত করা হবে।

সব মিলিয়ে জেমিনির এ নতুন ফিচারগুলো গুগলের বৃহৎ পরিকল্পনারই অংশ। শুধু তথ্য খোঁজার মেশিন নয়, বরং মানুষ যেন সৃজনশীল ও কার্যকরী কাজে জেমিনিকে সহকারী হিসেবে ভাবতে পারে, সে লক্ষ্যে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

গুগল বলেছে, জেমিনির নিজস্ব ছবি সম্পাদনার ফিচার ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ৪৫টির বেশি ভাষায় এবং অধিকাংশ দেশে পাওয়া যাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়