Apan Desh | আপন দেশ

বিশ্বে প্রথম ১০জি নেটওয়ার্ক চালু করল চীন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ৩০ এপ্রিল ২০২৫

বিশ্বে প্রথম ১০জি নেটওয়ার্ক চালু করল চীন

ছবি: সংগৃহীত

রকেটের মতো দৌড়বে ইন্টারনেট। প্রযুক্তিক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে ফেলল চীন। বি‌শ্বের প্রথম দেশ হিসাবে ১০জি নেটওয়ার্ক চালু করেছে দেশটি। চীনের তথ্যপ্রযুক্তি সংস্থা হুয়াই ও চায়না ইউনিকমের যৌথ উদ্যোগে যুগান্তকারী পরিষেবাটি প্রাথমিকভাবে হেবেই প্রদেশের সুনান কাউন্টিতে শুরু হয়েছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে১০জি বলতে এখানে ১০ গিগাবাইট প্রতি সেকেন্ডে ডেটা আদান-প্রদান করার ক্ষমতাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ, প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট তথ্য আদানপ্রদান সম্ভব এ প্রযুক্তিতে।

ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে এ নেটওয়ার্কের গতিবেগ ৯ হাজার ৮৩৪ এমবিপিএস পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। উচ্চগতির এ ইন্টারনেট পরিষেবাটি অত্যাধুনিক ৫০জি প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তি বর্তমান ফাইবার অপটিক অবকাঠামোর তুলনায় অনেক দ্রুত ডেটা আদান-প্রদানে সক্ষম।

আরওপড়ুন<<>>ইনস্টাগ্রামে বয়সের কারচুপি ধরিয়ে দেবে এআই

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ নেটওয়ার্কে ফাইল আপলোডের গতি প্রায় ১ হাজার ৮ এমবিপিএস এবং এর নেটওয়ার্ক ল্যাটেন্সি মাত্র ৩ মিলিসেকেন্ডে নেমে এসেছে। এই অবিশ্বাস্য গতির ফলে যেকোনো বড় আকারের ফাইল চোখের পলকেই ডাউনলোড করা সম্ভব হবে। যেখানে ১ জিবিপিএস সংযোগে একটি ২০ জিবি আকারের সিনেমা ডাউনলোড করতে ৭-১০ মিনিট সময় লাগে। সেখানে নতুন এ ১০জি ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে একই সিনেমা ২০ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা যাবে বলে দাবি করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ অভূতপূর্ব দ্রুতগতির নেটওয়ার্ক হাই রেজোলিউশনের ভিডিও স্ট্রিমিং, উন্নত ক্লাউড কম্পিউটিং এবং ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়্যালিটির মতো উচ্চ ব্যান্ডউইথের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। চীনের এই প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারের ধারণাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা