Apan Desh | আপন দেশ

বিশ্বে প্রথম ১০জি নেটওয়ার্ক চালু করল চীন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ৩০ এপ্রিল ২০২৫

বিশ্বে প্রথম ১০জি নেটওয়ার্ক চালু করল চীন

ছবি: সংগৃহীত

রকেটের মতো দৌড়বে ইন্টারনেট। প্রযুক্তিক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে ফেলল চীন। বি‌শ্বের প্রথম দেশ হিসাবে ১০জি নেটওয়ার্ক চালু করেছে দেশটি। চীনের তথ্যপ্রযুক্তি সংস্থা হুয়াই ও চায়না ইউনিকমের যৌথ উদ্যোগে যুগান্তকারী পরিষেবাটি প্রাথমিকভাবে হেবেই প্রদেশের সুনান কাউন্টিতে শুরু হয়েছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে১০জি বলতে এখানে ১০ গিগাবাইট প্রতি সেকেন্ডে ডেটা আদান-প্রদান করার ক্ষমতাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ, প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট তথ্য আদানপ্রদান সম্ভব এ প্রযুক্তিতে।

ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে এ নেটওয়ার্কের গতিবেগ ৯ হাজার ৮৩৪ এমবিপিএস পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। উচ্চগতির এ ইন্টারনেট পরিষেবাটি অত্যাধুনিক ৫০জি প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তি বর্তমান ফাইবার অপটিক অবকাঠামোর তুলনায় অনেক দ্রুত ডেটা আদান-প্রদানে সক্ষম।

আরওপড়ুন<<>>ইনস্টাগ্রামে বয়সের কারচুপি ধরিয়ে দেবে এআই

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ নেটওয়ার্কে ফাইল আপলোডের গতি প্রায় ১ হাজার ৮ এমবিপিএস এবং এর নেটওয়ার্ক ল্যাটেন্সি মাত্র ৩ মিলিসেকেন্ডে নেমে এসেছে। এই অবিশ্বাস্য গতির ফলে যেকোনো বড় আকারের ফাইল চোখের পলকেই ডাউনলোড করা সম্ভব হবে। যেখানে ১ জিবিপিএস সংযোগে একটি ২০ জিবি আকারের সিনেমা ডাউনলোড করতে ৭-১০ মিনিট সময় লাগে। সেখানে নতুন এ ১০জি ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে একই সিনেমা ২০ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা যাবে বলে দাবি করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ অভূতপূর্ব দ্রুতগতির নেটওয়ার্ক হাই রেজোলিউশনের ভিডিও স্ট্রিমিং, উন্নত ক্লাউড কম্পিউটিং এবং ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়্যালিটির মতো উচ্চ ব্যান্ডউইথের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। চীনের এই প্রযুক্তিগত অগ্রগতি নিঃসন্দেহে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারের ধারণাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়