Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ১১৪ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৯:৩২, ৬ মে ২০২৫

মালয়েশিয়ায় ১১৪ বাংলাদেশি আটক

আটক ১১৪ জন বাংলাদেশি ও একজন ভারতীয়।

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে কোতা বারু। সেখানে অভিযান চালিয়ে ১১৪ বাংলাদেশিসহ ১১৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির কেলানতান রাজ্যের অভিবাসন বিভাগ তাদের আটক করে।

সোমবার (০৫ মে) দুপুর ২টা থেকে কেলানতান রাজ্যের কোতা বারুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বিদেশিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটকদের মধ্যে ১১৪ জন বাংলাদেশি। একজন ভারতীয় রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

আরও পড়ুন>>>দেশি টাকায় টার্মিনাল, মালিকানা বিদেশি!

কেলানতান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানিয়েছেন, আটকদের সবার বিরুদ্ধে বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থানসহ অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে। 
  
আটকদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
 
তাদের সবার বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) অনুসারে আরও তদন্ত করা হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়