Apan Desh | আপন দেশ

পিএসএল ভেন্যুতে বোমা, দুবাই গেলেন রিশাদ-রানা 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১০ মে ২০২৫

পিএসএল ভেন্যুতে বোমা, দুবাই গেলেন রিশাদ-রানা 

ছবি: সংগৃহীত

জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ভারত ও পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েন পাকিস্তান সুপাল লিগে (পিএসএল) খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারা। তাদের মধ্যে আছেন দুই বাংলাদেশি নাহিদ রানা ও রিশাদ হোসেন। 

নাহিদ রানার পেশোয়ার জালমির যে ভেন্যুতে খেলার কথা ছিলো, সে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছেই ড্রোন হামলা করে ভারত। নিরাপত্তা শঙ্কা থেকে ম্যাচ স্থগিত হয়ে যায়। আর বাংলাদেশি দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে বিসিবি। অবশেষে তারা দুবাইয়ে গেছেন। শুক্রবার (০৯ মে) বাংলাদেশ সময় মধ্যরাতে পাকিস্তান ছেড়ে সংযুক্ত আরব আমিরাত পৌঁছে রিশাদ ও নাহিদ। তাদের সঙ্গে বাংলাদেশ থেকে পিএসএল কাভার করতে যাওয়া দুই সাংবাদিক পাকিস্তানে গিয়েছেন। 

এদিকে বাংলাদেশের দুই ক্রিকেটার ও সাংবাদিক রাওয়ালপিন্ডি ছাড়ার ঠিক ২ ঘণ্টা পরই ভারতের বিমান হামলার শিকার হয়েছে রাওয়ালপিন্ডি।

পিএসএল কভার করতে যাওয়া সাংবাদিক তাসফিক পলক জানিয়েছেন, আমরা রাওয়ালপিন্ডি ছেড়ে যাওয়ার ঠিক ২ ঘন্টা পরই সে শহরে বোমা বর্ষণ করে ভারত। নিশ্চিতভাবেই বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন মহান সৃষ্টিকর্তা।

কয়েকদিন ধরেই ভারত ও পাকিস্তান এক দেশ আরেক দেশের ওপর বিমান হামলা, মিসাইল নিক্ষেপ আর ড্রোন ছুড়েই চলছে। যার প্রভাবে বন্ধ হয়ে গেছে আইপিএল আর পিএসএল।

শুরুতে শোনা গিয়েছিল, পিএসএল পাকিস্তান থেকে চলে যাবে আরব আমিরাতে। সে অনুযায়ী, শুক্রবার রাতেই দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ-নাহিদ রানাসহ ৪২ বিদেশি ক্রিকেটার, সব কোচিং-সাপোর্টিং স্টাফ ও আম্পায়ার পাকিস্তান ছেড়ে দুবাই চলে আসেন। এরই মধ্যে খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ পিএসএল। ফলে দুবাই থেকে শনিবার (১০ মে) দেশে ফিরে আসছেন নাহিদ ও রিশাদ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়