বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো- কেউ বলল করব, কেউ বলল করব না, অর্থাৎ একপর্যায়ে বলবে, এ কারণে নির্বাচন হচ্ছে না। সুতরাং আরও কিছুদিন সময় বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, এসব বাঁদরামি–ফাজলামি ছাড়েন। এগুলো ছাড়েন। দেশের জনগণ যে পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত, সে পদ্ধতিতেই ভোট হবে।