Apan Desh | আপন দেশ

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নতুন কমিটি ঘোষণা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ২১:৫৫, ৩০ জুলাই ২০২৫

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নতুন কমিটি ঘোষণা

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবি’র কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আহসানুল একরাম মুর্তজা এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল আলম সাকিব মনোনীত হয়েছেন।

কার্যকরি এ কমিটি আগামী এক বছর ( ২০২৫-২৬ সাল) দায়িত্ব পালন করবেন।

আরওপড়ুন<<>>উপাচার্যের চেয়ার টেনে পদ্মায় ফেলার আহবান রাবি ছাত্রদল সভাপতির

সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ এবং সহ-উপদেষ্টা হিসেবে একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হাশেম মনোনীত হয়েছেন।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোস্তাক হাসনাত, আবু নোমান মো. সিয়াম, মো. সাব্বির, অনুকূল শর্মা, সৌমিত রায় অর্ক, মনিরুজ্জামান মনির মনোনীত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মির্জা জাকিরুল ইসলাম রবিন এবং সাহাম বিন ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক হিসেবে আল নাহিয়ান সাদ, দফতর সম্পাদক হিসেবে মো. আরকানুল ইসলাম আকিক, মানবসম্পদ সম্পাদক হিসেবে মো. সাইফ আরমান, ক্রীড়া সম্পাদক হিসেবে মশিউর রহমান ফাহিম এবং অর্থ সম্পাদক হিসেবে মো. রুহুল খান মুন মনোনীত হয়েছেন।

এছাড়া এ কমিটিতে বিভিন্ন পদে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে। নতুন নেতৃত্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অ্যাসোসিয়েশনের লক্ষ্য পূরণে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়