
শফিকুল আলম। ফাইল ছবি
বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি। এটি সরকারের জন্য একটি সফলতা। বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (০১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের বাসায় বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার কমার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসক্লোজার (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি।
আরওপড়ুন<<>>৮ আগস্ট ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি
তিনি বলেন, ২০ শতাংশ শুল্কের সঙ্গে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজীকরণ করা হবে।
নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, শুল্ক কমানোর সঙ্গে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না।পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তা আরও কমিয়ে আনা হবে বলেও জানান শফিকুল আলম।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।