
বাংলাদেশের দুই সাঁতারু সাগর-হিমেল
দীর্ঘ ৩৭ পর বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দুঃসাহসিক কীর্তি গড়লেন বাংলাদেশের দুই সাঁতারু। মঙ্গলবার (২৯ জুলাই) ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেন তারা।
দুই সাঁতারু হলেন, পাবনার মাহফিজুর রহমান সাগর ও কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল। জুলাই মাসের প্রথম সপ্তাহে দুই সাঁতারু লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আরওপড়ুন<<>>‘বাংলাদেশের ভালোবাসার ধারেকাছেও কেউ নেই’
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে স্লট বুকিং ছিল সাগর-হিমেলের। বৈরী আবহাওয়ার জন্য কয়েকবার পিছিয়ে যায় সময়।
এর আগে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের তিনজন সাঁতারু। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
উল্লেখ্য, ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্যে ৩৫০ মাইল, অর্থাৎ ৫৬০ কিলোমিটার।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।