Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী অপহরণ, ৭ জনের জেল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ৩০ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী অপহরণ, ৭ জনের জেল

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে বাংলাদেশি ব্যবসায়ী অপহরণের মামলায় ৭ জনকে জেলে পাঠিয়েছে দেশটির আদালত। গ্রেফতারের পর বুধবার (৩০ জুলাই) আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

এর আগে গত ২৬ জুন রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক সোহেল রানা ও শাহজাহান। বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। তারা হলেন- আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান ও মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা।

আরওপড়ুন<<>>মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ, ফেরত ২০৩ বাংলাদেশী

বুধবার সাত আসামিকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে। ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিমের সামনে অভিযোগপত্র পড়ে শোনানো হয়। তবে মামলাটি যেহেতু হাইকোর্টের এখতিয়ারভুক্ত, তাই কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

উপ-সরকারি কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধটি জামিন অযোগ্য হওয়ায় কোনো জামিনের প্রস্তাব দেয়া হয়নি। পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ০২ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন। 

অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়