Apan Desh | আপন দেশ

সাবেক এমপি শাম্মীর কাছে কোটি টাকা চাঁদাবাজিকালে ৫ সমন্বয়ক গ্রেফতার 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৪৩, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ২২:১৪, ২৬ জুলাই ২০২৫

সাবেক এমপি শাম্মীর কাছে কোটি টাকা চাঁদাবাজিকালে ৫ সমন্বয়ক গ্রেফতার 

সহযোগি চাঁদাবাজ ও সমন্বয়ক রিয়াদ (টিক চিহ্ন)। ছবি সংগৃহীত

স্বৈরাচার সরকারের সাবেক এমপি আলোচিত শাম্মী আহমেদ থাকেন রাজধানীর গুলশানে। তার বাসা ৮৩ নম্বর রোডে। ওই এমপির কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা। তারা সবাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

কথামতো আরও চার সহযোগীকে নিয়ে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর যান চাঁদা আনতে যান সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি সম্মিলিত বেসকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক। শাম্মীর লোকজন কৌশলে বাসায় তাদের অপেক্ষায় রাখেন। থানা পুলিশে খবর দেন। এরইমধ্যে ঘটনা আরও পাকা করতে ১০ লাখ টাকা হাতে দেয় ওই এমপি। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এসময় চাদার টাকাসহ পাকড়াও করে পুলিশ। 

আরও পড়ুন>>>অনাড়ম্বর আয়োজনে ডেইলি আপন দেশ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, আটককৃতরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিল। ১০ লাখ টাকা দেয়া হয়। মূলত এ সমই হাতেনাতে আটক করা হয় তাদের। গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে সমন্বয়কদের- জানান ওসি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়