
ছবি : আপন দেশ
দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেশ কয়েকটি ডাস্টবিন নিজ উদ্যোগে মেরামত ও পরিষ্কার করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো শাহরিয়ার হোসেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সংস্কারের কাজ শেষ হয়। এসময় শাখা ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় ডাস্টবিনগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়েছিল। ফলে শিক্ষার্থীরা যেখানে-সেখানে ময়লা ফেলছিলেন। যা ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করছিল ও দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ সমস্যা সমাধানে এগিয়ে আসেন ছাত্রদল নেতা শাহরিয়ার।
এ বিষয়ে শাহরিয়ার হোসেন বলেন, ডাস্টবিনগুলো নষ্ট থাকায় ক্যাম্পাসের পরিবেশ খারাপ হচ্ছিল। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ও ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় আমি এ ডাস্টবিনগুলো মেরামত ও পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।
সংস্কারের সময় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে। আমাদের রাজনীতি শুধু মিছিল-মিটিংয়ে সীমাবদ্ধ নয়, ক্যাম্পাসের প্রতি খেয়াল রাখাও আমাদের দায়িত্বের অংশ।
আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা চাই শিক্ষার্থীরা যেন একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে লেখাপড়া করতে পারে। শিক্ষার্থীদের কল্যাণ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।