ফাইল ছবি
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু শেষ পর্যন্ত আসছে না প্রতিবেশি দেশটি। ফরে বিপাকে পড়েছিল টাইগাররা। কারণ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এশিয়া কাপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ আসর। তাই টুর্নামেন্টের আগে আগস্টে বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতের।
সে সঙ্গে তিনটি ওয়ানডেও হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কথা উল্লেখ করে এ বছর সিরিজটি খেলবে না ভারত। ২০২৬ এ পিছিয়ে নেয়া হয়েছে সিরিজটি। এতে আগস্টে ক্রিকেটারদের কোন ব্যস্ততাই থাকছে না।
এশিয়া কাপের আগে এমন অচলাবস্থা কাটাতে উদ্যোগ নিয়েছে বিসিবি। ভারতের বিপক্ষে সিরিজের সময়টাতে নেপাল অথবা নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার চেষ্টা চলছে। সে চেষ্টায় গতি এসেছে।
নেপাল রাজি না হলেও নেদারল্যান্ডস তিন ম্যাচের সিরিজটি খেলবে। বাংলাদেশের বিপক্ষে আগস্টের শেষদিকে হবে এ সিরিজ। সবগুলো ম্যাচ সিলেট অথবা চট্টগ্রামে হবে। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ খেলেছিল বাংলাদেশ।
তা হয়েছিল চট্টগ্রামেই। এবারও তেমন সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতের বিপক্ষে ২০, ২২ ও ২৪ আগস্ট তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। নেদারল্যান্ডসের বিপক্ষেও একই সময়ে তিনটি টি-টোয়েন্টি হবে। অবশ্য সব কিছু চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































