
সাদিয়া আয়মান
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নানা ধরনের মনগড়া ছবি ও ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে বিড়ম্বনায় পড়ছেন শোবিজ তারকারা। বিশেষ করে দেশের নারীশিল্পীদের ক্ষেত্রে এটি বেশি লক্ষ্য করা গেছে। বিগত বছরখানেক ধরে বিষয়টি মহামারি আকার ধারণ করেছে।
এবার এআই দিয়ে ছবি নির্মাণের বিষয়ে সরব হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এক ফেসবুক স্ট্যাটাস অভিনেত্রী এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন করেছেন। একই সঙ্গে এসব কাজ যারা করছেন তাদেরকেও সতর্ক করেছেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাদিয়া আয়মান তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়।
আরওপড়ুন<<>>‘স্মল এক্স’ অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
জনপ্রিয় এ অভিনেত্রী উল্লেখ করেন, হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।
তিনি আক্ষেপ করে বলেন, যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনও এআই চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!
সাদিয়া আরও লিখেছেন, আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!
সবশেষ নিজের ভক্তনুরাগীদের প্রতি সাদিয়ার ছোট্ট একটা অনুরোধ- যদি কখনও এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন, সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এ বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।