Apan Desh | আপন দেশ

‘স্মল এক্স’ অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ২৭ জুলাই ২০২৫

‘স্মল এক্স’ অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত

জোড়া ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ব্রিটিশ টিভি সিরিজ ‘টপ বয়’, ‘স্মল এক্স’ ও ‘ব্লু স্টোরি’–তে অভিনয় করে আলোচনায় আসা মাইকেল ওয়ার্ডের বিরুদ্ধে। যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ এ অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছে মাইকেল ওয়ার্ড।

বাফটা পুরস্কারজয়ী অভিনেতা মাইকেল ওয়ার্ড হার্টফোর্ডশায়ারের চেশান্ট এলাকার বাসিন্দা।দুটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে ২৭ বছর বয়সী এ অভিনেতার বিরুদ্ধে।

শুক্রবার (২৫ জুলাই) এক বিবৃতিতে ওয়ার্ড নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করছি। আমি তদন্ত প্রক্রিয়ায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব। আমার বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি নির্দোষ প্রমাণিত হব। মামলাটি এখন বিচারাধীন হওয়ায় এ মুহূর্তে এর বেশি কিছু বলা ঠিক নয়।

আরওপড়ুন<<>>প্রযোজককে প্রকাশ্যে জুতাপেটা অভিনেত্রীর

গত বছরের জানুয়ারিতে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে ওয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আগামী ২৮ আগস্ট পূর্ব লন্ডনের থেমস ম্যাজিস্ট্রেট আদালতে মাইকেল ওয়ার্ডকে হাজিরার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট স্কট ওয়ার বলেন, আমাদের বিশেষজ্ঞ দল অভিযোগকারী নারীর পাশে থেকে তাকে সব ধরনের সহায়তা প্রদান করছেন। আমরা বুঝতে পারি যে, এ ধরনের তদন্ত মানসিকভাবে কতটা কঠিন হতে পারে। তাই আমরা ভিকটিমকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, মাইকেল ওয়ার্ডের অভিনয় ক্যারিয়ারের অভিষেক হয় ‘ব্রাদারহুড’ নামের একটি টেলিভিশন সিরিজের মাধ্যমে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘টপ বয়’ এ জেমি চরিত্রে অভিনয় করেন তিনি। ২০২১ সালে ‘স্মল এক্স’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বাফটা টিভি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান। ২০২২ সালে স্যাম মেন্ডেস পরিচালিত প্রশংসিত চলচ্চিত্র ‘এম্পায়ার অব লাইট’ এও দেখা যায় তাকে। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রে নির্মিত মহামারি-পটভূমির ওয়েস্টার্ন ছবি ‘এডিংটন’ এ অভিনয় করেছেন মাইকেল ওয়ার্ড। যা ২২ আগস্ট যুক্তরাজ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়