Apan Desh | আপন দেশ

সায়ীদ-ইভার ‘চোখ পড়িলে চোখ’ বৃহস্পতিবার আসছে জি সিরিজে

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৩৯, ৩০ জুলাই ২০২৫

সায়ীদ-ইভার ‘চোখ পড়িলে চোখ’ বৃহস্পতিবার আসছে জি সিরিজে

ছবি সংগৃহীত

চোখ কথা বলে। কখনো আবেগে, কখনো ভালোবাসায়, আবার কখনো অভিমানে। না বলা অনেক কথাই চোখে চোখে বলা হয়ে যায়। এমন এক প্রেমের অনুভব নিয়েই তৈরি হলো নতুন গান ‘চোখ পড়িলে চোখে’।

গানটির কথা লিখেছেন গীতিকার সায়ীদ আবদুল মালিক। গেয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী ইসমত আরা ইভা। সুর করেছেন অভি আকাশ ও সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গানটি মুক্তি পাচ্ছে ইউটিউবের জনপ্রিয় চ্যানেল জি সিরিজ-এ।

গানটি নিয়ে জি সিরিজের কর্ণধার খালিদ মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি গান হিট হতে হলে গীতিকার, সুরকার ও শিল্পী—সবাইকে সমানভাবে নিবেদিত থাকতে হয়। এ গানটি তৈরিতে সবার আন্তরিকতা ছিল। আমরা আশা করছি, গানটি সব ধরনের শ্রোতার মনে জায়গা করে নেবে।

গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, আমি চেষ্টা করি, প্রতিটি গানেই কিছু ভিন্নতা আনতে। শ্রোতার ভালো লাগাকে প্রাধান্য দিয়ে গান লেখার চেষ্টা করি। এ গানটিতেও আমি হৃদয় দিয়ে লিখেছি। অভি আকাশ দারুণ সুর করেছে। আর ইভা নিজের মনের পুরোটা ঢেলে গেয়েছে। আমার বিশ্বাস, গানটি মানুষের মনে গেঁথে যাবে।

কণ্ঠশিল্পী ইসমত আরা ইভা ও গীতিকার সায়ীদ আবদুল মালিক। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী ইসমত আরা ইভা বলেন, এ গানটি আমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শ্রোতাদের ভালো লাগার বিষয়টি মাথায় রেখেই গেয়েছি। গানটির কথা, সুর—সবই দারুণ। সায়ীদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার কথা লেখার জন্য। জি সিরিজ ও খালিদ ভাইকে কৃতজ্ঞতা জানাই এত বড় সুযোগ দেয়ার জন্য।

তিনি আরও বলেন, গানটি যদি শ্রোতাপ্রিয়তা পায়, তাহলে আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে। আমার বিশ্বাস, এ গানটি আমার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেবে। গানটির কথার ভেতর রয়েছে নিটোল প্রেমের আবেশ। সুরে আছে হৃদয় ছোঁয়ার আবেদন। আর কণ্ঠে মিশেছে একরাশ আবেগ ও মমতা।

গানটি এর আগে তাসনুভা তিশা ও আরশ খান অভিনীত নাটক “ষোলআনা প্রেম”-এ ব্যবহার করা হয়েছিল। নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এখন গানটি আলাদাভাবে প্রকাশ পাচ্ছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়