Apan Desh | আপন দেশ

সৃজিতের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সুস্মিতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:২৩, ২৮ জুলাই ২০২৫

আপডেট: ২২:২৬, ২৮ জুলাই ২০২৫

সৃজিতের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সুস্মিতা

ছবি: সংগৃহীত

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে নিয়ে টলিপাড়ায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে। সত্যিই কি প্রেম করছেন তারা? আবার এর মধ্যেই ‘ডিয়ার মা’র প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিতি! এছাড়া, সম্প্রতি ‘মৃগয়া’র সাফল্য উদ্‌যাপনের পার্টিতেও একসঙ্গে দেখা গেছে-সুজি-সুস্মিতাকে। এরপরেই তাদের মাখোমাখো প্রেমের গল্প আরও জোরদার হয়েছে। তবে আদতে বিষয়টি কতটা সত্য? 

সৃজিতের সঙ্গে নিজের সম্পর্কের এ রসায়ন নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা।  ভারতীয় একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, আমার সঙ্গে কারও সম্পর্ক তৈরি হলে, সেটা ব্যক্তিগত সম্পর্ক হবে। সেটা আমার একান্ত নিজের বিষয় হবে। তবে বন্ধুত্বের সম্পর্কে তো আর কোনো রাখঢাকের দরকার পড়ে না।

সুস্মিতা বলেন, অতীতে আমার সঙ্গে একজনের আড়াই-তিন বছরের একটি সম্পর্ক ছিল। যদিও সে ইন্ডাস্ট্রির কেউ নয়, কিন্তু তার কথা কি কেউ জানতে পেরেছে কখনও? তার সঙ্গে কি আমি ছবি দিয়ে বেড়াতাম, নাকি প্রকাশ্যে সে সম্পর্কের কথা এনেছিলাম? আসলে সেটা আমার প্রেম ছিল, যেটা আমার ব্যক্তিগত বিষয় ছিল। সে কথা সবাইকে জানানোর নয়। সৃজিতের সঙ্গে প্রেম থাকলে, সেটা আমি গোপন করতাম। ভালো বন্ধুত্ব থাকাটা নিশ্চয়ই দোষের নয়!

সমাজের ট্যাবুকে খুব একটা গুরুত্ব দেন না সুস্মিতা। তার কাছে এখন নিজের ক্যারিয়ারই আসল ফোকাস। এ অভিনেত্রী বললেন, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তবে চাকরি না করে, এ পেশায় এসেছি অনেক প্যাশান, ভালোবাসা নিয়ে। অনেক লড়াই করছি। কে কী বলল, ভাবলে চলবেনা আমার। শরমন জোশীর সঙ্গে আমি একটা সিনেমা করতে চলেছি, সেটা নিয়ে কেউ কথা বলছে না। সকলেই গসিপ খোঁজে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ের জন্য একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত ও সুস্মিতা জুটি। সেখান থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। আর তারপরেই শুরু তাদের প্রেমের গুঞ্জন। সে গুঞ্জনের আঁচই আরও বেড়ে যায় ‘মৃগয়া’ সিনেমার সাফল্য উদ্‌যাপনের পার্টিতে।

এ ছবিতে আইটেম ডান্সে ঝড় তোলা সুস্মিতার সঙ্গে ছিলেন সৃজিতও। আর এই পার্টিতেই সৃজিত-সুস্মিতার খুনসুটি, হাসি, আড্ডার কিছু ভিডিও ভাইরাল হতেই, তাদের প্রেমের জল্পনায় পড়েছে ঘৃতাহুতি। যদিও বিষয়টি হেসে উড়িয়ে দেন সুস্মিতা।

অপরদিকে, সৃজিতকে নিয়ে এমন আলোচনা এবারই প্রথম নয়। অতীতেও তার সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক নায়িকার।

এদিকে, স্ত্রী মিথিলার সঙ্গে সৃজিতের সম্পর্কের অবনতির গুঞ্জন আগে থেকেই ছিল। সে পরিস্থিতিতে দাঁড়িয়ে সুস্মিতার সঙ্গে সৃজিতের প্রেমের গল্প টলিপাড়ায় কার্যত দাবানলের আকার নিয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়