Apan Desh | আপন দেশ

বিশ্ব সাঁতারে ক্যারিয়ারের টাইমিং অ্যানির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ৩১ জুলাই ২০২৫

বিশ্ব সাঁতারে ক্যারিয়ারের টাইমিং অ্যানির

অ্যানি আক্তার

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ক্যারিয়ারের সেরা টাইমিং করেছেন বাংলাদেশের অ্যানি আক্তার। তবে তিনি দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) অ্যানি ২০২৩ কমনওয়েলথ ইয়ুথ গেমসে করা তার পূর্বের সর্বোত্তম সময় ১ মিনিট ১২ দশমিক ২০ সেকেন্ড ভেঙে এবার ১ মিনিট ৮ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বব্যাপী ৮২ প্রতিযোগীর মধ্যে ৭৭তম স্থান অর্জন করেন। এ সময়ে তিনি দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ৬ষ্ঠ হন।

দক্ষিণ এশীয় সাঁতারুদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন শ্রীলঙ্কার হিরুকি ডি সিলভা, ৫৯ দশমিক ৮৩ সেকেন্ড সময় নিয়ে ৪৯তম স্থান দখল করেন তিনি।

মালদ্বীপের আমনা মিরাসাদ ১ মিনিট ৪ দশমিক ০৪ সেকেন্ডে শেষ করে ৭২তম হন, আর নেপালের আর্যা মহারজন ১ মিনিট ৫ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে ৭৫তম স্থান লাভ করেন।

এদিকে অ্যানি আগামী ২ আগস্ট ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নেবেন। একই দিনে সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশ নেবেন। 

উল্লেখ্য, অ্যানি গত মে মাসের জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন। তার পরই ফেডারেশন তাকে বিশ্ব সাঁতারের জন্য নির্বাচিত করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়