Apan Desh | আপন দেশ

বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ৩০ জুলাই ২০২৫

বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

বাবার সঙ্গে অভিনেত্রী মিষ্টি জান্নাত

দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামাজিক যোগাযোগমাধ্যম এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। যা বিনোদন অঙ্গনে শোকের ছায়া নামিয়েছে।

বুধবার (৩০ জুলাই) ভোরে দেয়া নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, আমার বাবা আর নেই। তার এ সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেছেন। মিষ্টি জান্নাতের পরিবারের প্রতি নেমে এসেছে গভীর শোক।

তার এ দুঃসময়ে চলচ্চিত্র জগতের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর কমেন্ট বক্সে লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।

নায়িকার এ পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো, মহান আল্লাহ আপনার বাবাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করে, আমিন।

প্রসঙ্গত, ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।  এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়