
ছবি: সংগৃহীত
রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ এক যুগ ধরে বন্ধ রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইভেন্ট কিংবা এশিয়া কাপ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। তবে এ সম্পর্কের টানাপোড়েন আরও জটিল হয়ে ওঠে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ২৬ পর্যটকের মৃত্যুর ঘটনায়।
আগামী সেপ্টম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এ আসরের সূচি প্রকাশ নিয়ে চলে নানা নাটকীয়তা। তবে সব নাটকীয়তা পেছনে ফেলে শনিবার (২৬ জুলাই) ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের সময় সূচি। এ টুর্নামেন্টে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে।
তবে বিপত্তি বাধে সূচি প্রকাশের পর। ভারতীয় সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে সূচি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এর মূল কারণ হলো-ভারত-পাকিস্তানের একই গ্রুপে খেলা নিয়ে। শুধু তাই নয়, পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বাদ দেয়ার দাবি তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত। আর মোহাম্মদ আজহারউদ্দিনের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন না করার পক্ষেই তিনি।
আরওপড়ুন<<>>এশিয়া কাপের আগে প্রস্তুতিমুলক সিরিজ খেলবে বাংলাদেশ
শ্রীশান্ত ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের পক্ষে দেশপ্রেমকেই গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন,এ ম্যাচ আয়োজন করা সম্ভব নয় যখন দেশের পরিস্থিতি এতটাই তিক্ত। তবে ভারতের সাবেক তারকা সৌরভ গাঙ্গুলি বলেছেন ভিন্ন কথা। সাবেক এ অধিনায়কের মতে,খেলাধুলা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। পেহেলগামের ঘটনা কখনোই হওয়া উচিত ছিল না। কিন্তু অতীতকে ভুলে খেলাধুলা অব্যাহত রাখা দরকার।
এছাড়া, ভারতের শিখর ধাওয়ান এবং যুবরাজ সিংয়ের কারণে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’-এ ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছিল। গত ১৯ জুলাই ধাওয়ান তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে জানান, পাকিস্তানের বিপক্ষে না খেলার জন্য তিনি সতীর্থদের অনুরোধ করেছেন। যা বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে।
এদিকে, ভারত এবারের টুর্নামেন্টের আয়োজক হলেও দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করা সম্ভব না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর এক কর্মকর্তা জানিয়েছেন,বিসিসিআই এ টুর্নামেন্ট বা এ ম্যাচ থেকে নাম প্রত্যাহার করতে পারবে না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করা সম্ভব নয়।
আরওপড়ুন<<>>রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া
এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় সবার সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাগজে-কলমে ভারত আয়োজক দেশ তাই এ পর্যায়ে এসে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, এশিয়া কাপ ২০২৫-এর সূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থাকছে। যেখানে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং রয়েছে। যদিও ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।