Apan Desh | আপন দেশ

পঞ্চগড় সীমান্তে ৯ জনকে পুশইন করল বিএসএফ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০০, ১ আগস্ট ২০২৫

পঞ্চগড় সীমান্তে ৯ জনকে পুশইন করল বিএসএফ

ছবি: আপন দেশ

ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশি এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাশাপাশি নারী-শিশুসহ আরও ৯ বাংলাদেশিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে তারা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাত থেকে শুক্রবার (০১ আগস্ট) সকাল পর্যন্ত জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ও সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

এর মধ্যে তেঁতুলিয়ার বাংলাবান্ধায় আটক একই পরিবারের ৪ জনসহ অন্য ৫ জনকে হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম।

এদিকে নীলফামী-৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা পুশইন করা ৫ জনকে পুলিশি হেফাজতে দেয়া হয়েছে বলে জানিয়েছেন।

আরওপড়ুন<<>>আ.লীগ নেতাকে আশ্রয় দেয়ায় তাঁতী দল নেতা বহিস্কার

পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল্লা হিল জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের এক তরুণীকে হস্তান্তর করা হয়।

জানা গেছে, পপি দীর্ঘ এক বছর ধরে শিলিগুড়িতে তার ভারতীয় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন এবং স্থানীয় এক মন্দিরে কাজ করতেন। সম্প্রতি পুলিশ তাকে আটক করে বিএসএফের মাধ্যমে ফেরত পাঠায়। তবে একই রাতে ওই সীমান্ত এলাকা দিয়েই নারী ও শিশুসহ চার সদস্যের একটি পরিবারকে পুশইন করে বিএসএফ।

অপরদিকে, ওই রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগিপুকুর সীমান্ত এলাকা দিয়ে আরও পাঁচ নারীকে বাংলাদেশে পুশইন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবি তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিজিবি ও পুলিশ জানিয়েছে, বর্তমানে আটক নারী-শিশুদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়