Apan Desh | আপন দেশ

মেসি ম্যাজিকে মায়ামির জয়, অভিষেকে রঙিন ‘দেহরক্ষী’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ১২:৪১, ৩১ জুলাই ২০২৫

মেসি ম্যাজিকে মায়ামির জয়, অভিষেকে রঙিন ‘দেহরক্ষী’

সংগৃহীত ছবি

এমএলএস অল-স্টার ম্যাচে না খেলার কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। সে নিষেধাজ্ঞার জেরে আগের ম্যাচে সিনসিনাটির বিপক্ষে দর্শকের ভূমিকায় ছিলেন এ আর্জেন্টাইন মহাতারকা। মেসিবিহীন সে ম্যাচে গোলশূন্য ড্র করেছিল মায়ামি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচেই আলো ছড়ালেন মেসি। জোড়া অ্যাসিস্ট করে মেক্সিকান ক্লাব আটলাসকে ২-১ গোলে হারিয়ে লিগস কাপ শুরু করল ইন্টার মায়ামি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো দি পল গত সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন মায়ামির সঙ্গে। মাঠে ও মাঠের বাইরে মেসির ঢাল হয়ে থাকায় তাকে মেসির ‘দেহরক্ষী’ বলে ডাকেন অনেকে। এ ম্যাচে হয়েছে তার অভিষেকও। জয়ে অভিষেকটা রাঙালেন তিনি। ২-১ ব্যবধানের জয়ে মায়ামির হয়ে একটি করে গোল করেন তেলাসকো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। 

ম্যাচের নিষ্পত্তি হয়েছে একেবারে শেষ মুহূর্তে। যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে মেসির ছুঁড়ে দেয়া পাসে গোল করেন মার্সেলো ভিগান্ট। যদিও প্রথমে অফসাইডের পতাকা উঠে আসে, কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে গোলটি বৈধ ঘোষণা করা হয়। এর আগে ৫৮তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলেও সহায়তা করেন মেসি।

আরও পড়ুন<<>> ‘বাংলাদেশের ভালোবাসার ধারেকাছেও কেউ নেই’

আটলাস অবশ্য সহজে হার মানেনি। ৮২ মিনিটে রিভালদো লোজানোর গোলে ম্যাচে সমতায় ফেরে তারা। তবে শেষ বাঁশি বাজার আগে আবারও মেসির জাদু, এবং জয় নিশ্চিত হয় মায়ামির। এ নিয়ে জুলাই মাসেই মেসির নামের পাশে যোগ হলো ৮টি গোল ও ৫টি অ্যাসিস্ট। স্বাভাবিকভাবেই মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই।

ম্যাচের প্রথমার্ধেও ছিল উত্তেজনার ছাপ। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো দারুণ তিনটি সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। অন্যদিকে প্রথমার্ধের শেষদিকে লুইস সুয়ারেজের এক দুর্দান্ত শট ফিরে আসে ক্রসবারে লেগে।

তবে এদিন আরও একটি কারণে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল—রদ্রিগো দি পলের অভিষেক। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার সদ্যই চুক্তিবদ্ধ হয়েছেন ইন্টার মায়ামির সঙ্গে। এই ম্যাচেই ক্লাবের হয়ে প্রথমবার মাঠে নামেন তিনি। জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে এবার ক্লাব ফুটবলেও শুরু হলো তার নতুন অধ্যায়।

লিগস কাপের শুরুটা যেমন হলো, তাতে মায়ামির স্বপ্ন দেখার যথেষ্ট কারণ আছে—কারণ তাদের দলে আছেন একজন লিওনেল মেসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়