Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে শুল্কছাড়, ভারতের টেক্সটাইল শেয়ারে ধস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৩৪, ১ আগস্ট ২০২৫

বাংলাদেশকে শুল্কছাড়, ভারতের টেক্সটাইল শেয়ারে ধস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পোশাক রফতানির ওপর আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এমন ঘোষণার পর থেকে শুক্রবার (০১ আগস্ট) ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার বাজারে ব্যাপক ধস নামে। দেশটির একাধিক শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারীর শেয়ার ৭ শতাংশ পর্যন্ত কমে গেছে।

শুক্রবার মুম্বাই শেয়ারবাজারে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭.২ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৩৮০.০৫ রুপিতে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৩.১ শতাংশ পড়ে ৮২৪.৫০ রুপিতে ঠেকে। এছাড়া আরভিন্দ লিমিটেডের শেয়ার ১.৮ শতাংশ কমে দাঁড়ায় ৩১০.৪০ রুপিতে এবং ওয়েলস্পান লিভিং পড়ে ১.৯ শতাংশ কমে ১২৩.৮০ রুপিতে।

আরওপড়ুন<<>>বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছে ভারত: জয়শঙ্কর

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। কারণ বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়া আগে থেকেই যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম শুল্কে রফতানির সুবিধা পাচ্ছে। সে তালিকায় এবার বাংলাদেশের শুল্ক আরও কমানোয় ভারতের ওপর চাপ বেড়েছে দ্বিগুণ।

এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন সরকার ভারতীয় পোশাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। তারই রেশ ধরে পার্ল গ্লোবালের শেয়ার বৃহস্পতিবার ৭ শতাংশ এবং গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৪.৫ শতাংশ পড়ে যায়।

শুল্কছাড়ের ফলে বাংলাদেশের জন্য এটি বড় একটি লাভ। বিশেষত এমন সময়ে যখন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা তীব্র। বিপরীতে ভারতের টেক্সটাইল রফতানিকারকরা এখন বড় ধাক্কার মুখে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়